নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় ঘটে এ ঘটনা।
ব্যবসায়ী মফিজ উদ্দিন জানান, দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মানিক, আল-আমিন, করিমসহ বেশ কয়েক জন ৫নং ক্যানেল এলাকায় ব্যবসায়ী মফিজ উদ্দিনকে পিটিয়ে আহত করে। প্রতিবাদ করায় তার স্ত্রী কুলসুম, ভাবি বুলু ও খালাতো বোন তাসলিমাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/মাহবুব