বাড়ি দখল করতে গিয়ে ফুলবাড়ীতে বাড়ির মালিকের সাথে দখলকারীদের সংঘর্ষে উভয় পক্ষের ২ নারীসহ ৬ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৯ টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফুলবাড়ীতে বাড়ির মালিক আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২২), সুমন হাসান (১৭), মোফাজ্জল হোসেনে স্ত্রী রশিদা বেগম (৪০) ও আব্দুল মালেকের স্ত্রী সালমা বেগম (৪২) এবং বাড়া দখল করতে যাওয়া মৃত ইদ্রিস আলীর ছেলে সাহিদ (৩৫) ও সাহিদ এর ছেলে সজিব (১৭)।
আহতদের চিকিৎসার জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।
বাড়ির মালিক আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, ফুলবাড়ীর সজনপুকুর মৌজার ৩০০নং দাগে ১৫শতক জমি তার শাশুড়ী আব্দুস সামাদের স্ত্রী রাবেয়া বেওয়া ১৯৬৪ সালে মুল মালিক সৈয়দ আবু সালেহ মোহাম্মদ আবু মিঞার নিকট খরিদ করেন। তখন থেকে তারা ওই বাড়িতে বসবাস করে আসছেন। এরই মধ্যে একই এলাকার ইদ্রিস আলীর ছেলেরা ওই জমির মালিকানা নিয়ে দাবি তোলেন। এরই এক পর্যায়ে শনিবার ইদ্রিস আলী ছেলে মেয়েসহ শহরের কতিপয় সন্ত্রাসী বাহিনী তাদের বাড়িতে হামলা করে। তারা আত্মরক্ষার্থে প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ইদ্রিস আলীর ছেলে শাহাব আলী সাংবাদিকদের বলেন, ৩০০দাগের ১৫ শতক সম্পত্তি আবু মিঞার ওয়ারিশদের নিকট তারা খরিদ করেছে। তাদের জায়গা উদ্ধার করতেই এই পদক্ষেপ নিয়েছে।
ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন, বাড়ী ঘরে হামলা করার কথা শুনেই তিনি পুলিশ পাঠিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এখনও কোন পক্ষই থানায় মামলা দায়ের করে নাই।
বিডি-প্রতিদিন/ ০৭ মে ১৬/ সালাহ উদ্দীন