ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মাহাবুব হোসেন পল্টু (১৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুর ৩টার দিকে এ সংঘর্ষ হয়। পল্টু একই ইউনিয়নের ঝিগরগাছা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল কাশেম গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ গুলি ছুড়লে একজনের মৃত্যু হয়। এদিকে, এ ঘটনার পর কালডাঙ্গা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে প্রশাসন।
এদিকে, পৃথক সংঘর্ষে আরো দুইজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হন।
আহতরা হলেন- নাজিম উদ্দিন (৫৫), ওসমান আলী (৩২), শহিদুল ইসলাম (৩৫), রব্বানী (৩৫), শাকিলা (১৪), রহিমুল (৩৮), সুজন (২৬), আবু সাহেদ (৩০), ওসমান (৩০), রব্বানী (৪৫), ও পুলিশ পরিদর্শক মোসলেম উদ্দিন (৪৫)। এদের মধ্যে নাজিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের সময় বেলা সাড়ে ১১টায় বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলার কাজীপাড়ার ইমারত উল্লাহ ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে এক সদস্য প্রার্থীর লোকজন ব্যালট পেপার ছিনতাই করে। এসময় অপর দুই প্রার্থীর সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
অন্যদিকে, সকাল ১১টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ ০৭ মে ১৬/ সালাহ উদ্দীন