বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সহিংসতার ঘটনার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আলী নবী ও শফিউল আলম। এসময় তাদের কাছ থেকে একটি করে বন্দুক ও এলজি উদ্ধার করা হয়।
শুক্রবার গভীর রাতে বাঁশখালী উপজেলার পশ্চিম গন্ডামারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, গ্রেফতার হওয়া দু'জন সহিংসতার সময় পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের উপর হামলা মামলার এজাহারভুক্ত আসামী। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল বিদ্যুৎকেন্দ্র পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসুচী নিয়ে সংঘাতের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন।
বিডি-প্রতিদিন/ ০৭ মে ১৬/ সালাহ উদ্দীন