বগুড়ায় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী জেলা হাসপাতালে এডভেকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডাঃ মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা একরাম হোসেন। সভায় অংশ গ্রহণ করেন নার্সিং সুপারভাইজার সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ড মাস্টার, ওয়ার্ডবয়, অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মীবৃন্দ।
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উদ্যোগে মাদার এন্ড চাইল্ড ইনট্রিগ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এমসিআইডাব্লিউও) কনসালটিং ফার্মের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। আমাদের সকলের সহযোগিতায় হাসপাতাল হবে পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত। রোগি ও রোগীর স্বজনদের সচেতন করে তোলার জন্য প্রচারনা চালাতে হবে। এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সেবা গ্রহণকারি ও সেবাদানকারিরা সুস্থ্য সবল থাকবে, সেবার মানসিকতা বৃদ্ধি পাবে এবং হাসপাতালও পরিচ্ছন্ন থাকবে। এছাড়াও সভায় বলা হয় পরে সচেতনতা বৃদ্ধির জন্য হাসপাতাল চত্বরে একটি বিলবোর্ড স্থাপন করা হবে।
বিডি-প্রতিদিন/ ০৭ মে ১৬/ সালাহ উদ্দীন