ফরিদপুরের নগরকান্দা ও চরভদ্রাসনে বজ্রপাতে এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ও দুপুরে পৃথক বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের মৃত আজিজ তালুকদারের দ্বিতীয় ছেলে হাফিজ তালুকদার (৪৫) শনিবার সকালে নিজ গ্রামের উত্তর পাশের জমিতে ধান কাটতে যায়। দুপুরে হঠাৎ করে বৃষ্টিপাতে সঙ্গে বজ্রপাতের বিকট শব্দে হাফিজ তালুকদার তার জমির পাশের মেশিন ঘরে আশ্রয় নেয়। কিন্তু আশ্রয় নিয়েও রক্ষা হয়নি তার। হঠাৎ মেশিন ঘরের উপর বজ্রপাতের আঘাতে কৃষক হাফিজ তালুকদারের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাফিজকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন।
এদিকে, চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আমেনা খাতুন (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, চরহাজীগঞ্জ গ্রামের ওমর মন্ডলের স্ত্রী আমেনা খাতুন দুপুরের দিকে পাইলট স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারাত্বক ভাবে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/মাহবুব