জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনকালে নিজের অস্ত্রের গুলিতে এক বিজিবির সদস্য নিহত হয়েছেন। তার নাম মাহমুদুল হাসান।
স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার বেলা ৩ টা ১০ মিনিটের সময় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়ামের বাথরুমে নিজের অস্ত্রের গুলিতে ওই বিজিবি সদস্য নিহত হন।
বিজিবি’র সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিস ফায়ারের ঘটনায় একজন বিজিবি সদস্য মারা গেছেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে আমার থানার একজন অফিসার পাঠিয়েছি।
বিডি-প্রতিদিন/ ০৭ মে ১৬/ সালাহ উদ্দীন