ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ধামশুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত আশরাফুল ইসলাম উপজেলার ধামশুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আশরাফুল পানি তোলার মোটরে বিদ্যুতের সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবসত তিনি পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/মাহবুব