বাগেরহাটের মোরেলগঞ্জে সানি শেখ (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্র বজ্রপাতে নিহত হয়েছে।
শনিবার বিকেল ৬ টার দিকে ঝড়ের সময় জিউধরা ইউনিয়নের কুরুপের ধাইড় গ্রামে এ ঘটনা ঘটে। সানি পার্শ্ববর্তী রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের ঘের ব্যবসায়ী আলম শেখের ছেলে।
জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা জানান, বিকেলে ঝড়ের সময় একটি মৎস্য ঘেরের গৈঘরে বজ্রপাত হলে সানি মারা যায়। সে ওই সময় তার দাদু শওকত ভান্ডারীর সাথে ঘেরে যাচ্ছিলো। সানি রামপালের কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলো।
বিডি-প্রতিদিন/ ০৭ মে ১৬/ সালাহ উদ্দীন