মাদারীপুরকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মাদারীপুর জেলা ঐক্য পরিষদের আয়োজনে বিভিন্ন পেশাজীবীরা মানববন্ধন করেছে।
আজ বেলা ১১ দিকে মাদারীপুর শহরের লেকের পার থেকে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে মাদারীপুর জেলা ঐক্য পরিষদের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, 'আমরা ঢাকা বিভাগ ছাড়বো না। ফরিদপুর বিভাগে গেলে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হবে। তাছাড়া মাদারীপুরের সাথে ফরিদপুরের চেয়ে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, দ্রুত্বও কম। তাই আমরা ঢাকা বিভাগ ছেড়ে অন্য বিভাগে যেতে চাই না।'
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-১৩