দেশব্যাপী একযোগে শুরু হওয়া পুলিশের সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত বরিশাল জেলায় ২৯ জনকে গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মূখপাত্র মো. রাসেল আহম্মেদ জানান, বিএমপি’র অধীন ৪ থানা এলাকায় শুক্রবার রাত থেকে বিশেষ অভিযান শুরুর সিদ্ধান্ত হয়েছে।
জেলা পুলিশ সুপার জানান, জেলা পুলিশের অধীন ১০ থানায় বৃহস্পতিবার রাত থেকে বিশেষ অভিযান শুরু হয়। বিকেল পর্যন্ত জেলায় গ্রেফতার হওয়া ২৯ জনের মধ্যে গৌরনদী থানায় নাশকতা মামলার আসামী মিজান সরদার এবং বাকেরগঞ্জ থানার তালিকাভূক্ত ডাকাত সরোয়ার জামান রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ জুন ১৬/ সালাহ উদ্দীন