টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা মার্কায় ভোট দেয়ার অপরাধে ৫ পরিবারকে সামাজিকভাবে একঘরে করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার মির্জাপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক হুরমহল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বন্দে কাওয়ালজানী গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ হেল শাফি নির্বাচনে পরাজিত হন। পরাজিত হয়ে ৫ জুন মসজিদ উন্নয়নের কথা বলে সামাজিক বৈঠক ডাকেন। বৈঠকে ওই গ্রাম থেকে তার বিরুদ্ধে নৌকা মার্কার পক্ষে কাজ করা এবং ভোট দেয়ার অপরাধে জহিরুল, দারগ আলী, আলমগীর, আবুল হোসেন আফজাল এবং সেলিমের পরিবারকে সমাজ থেকে এক ঘরে করে রাখার ঘোষণা দেন বলে লিখিত বক্তব্যে নব নির্বাচিত চেয়ারম্যান হুরমহল উল্লেখ করেন।
এতে ওই ৫ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে ৫ পরিবাবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল উয়ার্শী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেনসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/ ১০ জুন ১৬/ সালাহ উদ্দীন