চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন থানায় অভিয়ান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, নাশকতা, সাজাপ্রাপ্ত, পলাতক, ছিনতাই, মাদক, ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি এবং অপরাধীদের ধরতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালায়।
এ সময় ৩৯ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় ১১, শিবগঞ্জ থানায় ১৪, গোমস্তাপুর থানায় ৮, নাচোল থানায় ৪ ও ভোলাহাট থানায় ২ জনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৬/ হিমেল-১২