দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ বিভিন্ন মামলায় প্রায় ১'শ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
দিনাজপুরের পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ১৩ উপজেলা থেকে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ১০০ জনকে আটক করা হয়েছে। জামায়াত-শিবিরের দুই কর্মী ছাড়া অন্যরা বিভিন্ন মামলার আসামি বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৬/ হিমেল-১৫