ময়মনসিংহের মুক্তাগাছায় অপহরণের চার দিন পর গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে (৩২) উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদর উপজেলার হৃদয় মোড়ের একটি বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানা পুলিশ জানায়, গত রবিবার দুপুরে সাবিনা ইয়াসমিন বাজারে যাচ্ছিলেন। বাজারে যাওয়ার পথে সেকান্দর নামে এক ব্যক্তি তাকে অপহরণ করে। পরে মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সেকান্দর। বিষয়টি সাবিনার দেবর রকি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ জানান, এ ঘটনায় অপহৃতের স্বামী রনি ইসলাম মুন্না বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ১০ জুন ১৬/ সালাহ উদ্দীন