যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আমড়াখালি চেকপোস্টের সদস্যরা ২৬ লাখ হুন্ডির টাকাসহ ইয়ানুর রহমান (২৫) নামে যুবককে আটক করেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় তাকে আটক করা হয়। ২৬ বিজিবির কমান্ডিং লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি ইয়ানুর রহমান নামে এক ব্যবসায়ী হুন্ডির টাকা নিয়ে ইজিবাইক করে বর্ডারের দিকে যাচ্ছেন। এসময় আমড়াখালি নামক স্থানে তার গাড়ি থামিয়ে তাকে তল্লাশী করে বডিতে থাকা ২৬ লাখ টাকাসহ আটক করা হয়।’
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে, জানান গিয়াস উদ্দিন।
বিডি-প্রতিদিন/ ১০ জুন ১৬/ সালাহ উদ্দীন