দেশব্যাপী জঙ্গী দমনে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নাটোরে ২৭ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও প্রায় ৪০ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক ও মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, র্যাব ও পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, পলাতক আসামী ও সন্দেহজনক ভাবে ২৭ জনকে আটক করা হয়েছে।
এদিকে অভিযানে জেলার বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়ে মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী, বৈধ কাগজপত্র না থাকা ও অনিয়ন্ত্রিত ভাবে চলাচল করার অভিযোগে প্রায় ৪০ টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার আটককৃতদের আদালতে হাজির করা হবে। তিনি আরো জানান এই বিশেষ অভিযান সপ্তাহব্যাপী চলবে।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৬/ হিমেল-১৬