ময়মনসিংহ শহর শিবিরের সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ (২০) ১২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নগরীর সানকিপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের পেছনের দুটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই, জামায়াত শিবিরের ব্যানার ও পোস্টারসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, আটককৃতদের মধ্যে আশরাফুল আলম শহর শিবিরের সাধারণ সম্পাদক। আর বাকীদের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৬/মাহবুব