ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি পাইপ গান, ৯টি কার্তুজ, ছোরা, ডাকাতির সময় ব্যবহারিত মুখোশ ও লোহার গ্রিল কাটার একটি মেশিন উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মতিগঞ্জ এলাকার কাশমির বাজার এলাকার ব্রিকফিল্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন আন্তঃউপজেলা ডাকাত দলের অন্যতম সদস্য জসিম উদ্দিন (৩৫), আবদুল কাদের (৩২), আজিজুল হক (৩০) ও দেলোয়ার হোসেন (৩৬)। বাকিরা বহিরাগত হওয়ায় পুলিশ তাদের নাম জানাতে পারেনি।
সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্ড অফিসার মোহাম্মদ শাহ আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, আটক ডাকাতদের মধ্যে বেশ ক’জন বহিরাগত রয়েছে। তারা জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও চট্টগ্রামের মিরসরাই থেকে এসেছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় ডাকাতদল তাদের দিয়ে ডাকাতি করতে ভাড়া করে নিয়ে এসেছে।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৬/মাহবুব