ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে টুয়েল (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাধাকানাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব।
জানা যায়, সারাদেশে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফুলবাড়িয়া ও কোতোয়ালী মডেল থানায় একটি করে মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৬/মাহবুব