বাগেরহাটের মোরেলগঞ্জে রফিকুল শেখ (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা দুর্বৃত্তরা।
শুক্রবার দিবগত রাত ১১টার দিকে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয়রা মৎস্য ঘেরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত রফিকুল ওই গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে। তিনি শুক্রবার রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিল।
থানার ওসি(তদন্ত) তারক বিশ্বাস ঘটনাস্থল থেকে জানান, রফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘের বিরোধের কারণে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রফিকুল তার বাড়ি সংলগ্ন একটি বিতর্কীত ঘেরের শেয়ার মালিক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৬/মাহবুব