রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে নয় জেএমবি সদস্যসহ ১৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীতে ৪৯ জন এবং জেলার নয়টি থানায় ৮৮ জনকে গ্রেফতার করা হয়।
নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নগরীর চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে একজন শিবিরকর্মীসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।
এদিকে রাজশাহী জেলা পুলিশের ডিআইও-১ শরিফুল ইসলাম জানান, জেলার নয়টি থানায় পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নয়জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহেদী (জেএমবি) সদস্য। আর অন্যরা নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ