'মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই নেই’ এ স্লোগানে আজ শনিবার কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সারাদেশে গুপ্তহত্যার প্রতিবাদে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ কর্মসূচি পালন করে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের কালীবাড়ি সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা জঙ্গিবাদকে প্রতিহত করার জন্য ধর্ম-বর্ণসহ সব শ্রেণি পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র নাথ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, গণতন্ত্রী পার্টি নেতা আব্দুল আওয়াল প্রমুখ।
বিডি-প্রতিদিন/১১ জুন ২০১৬/শরীফ