ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জের দাথিয়াদিগর মোড়ে বাস চাপায় জহির শেখ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর গ্রামের মৃত কদু শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস চান্দাইকোনা বাজারগামী একটি যাত্রী বোঝাই অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কৃষক জহির মারা যায় এবং ভ্যানচালকসহ ৪ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই পুলিশকে অবগত না করেই লাশ পরিবারের লোক নিয়ে গেছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৬/হিমেল-০২