দিনাজপুরের বোচাগঞ্জে মোঃ রফিকুল ইসলাম রিয়াদকে (১৭) জবাই করে হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। গত শুক্রবার তাদের আটক করা হয়েছে এবং আজ তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, রনগাঁও গ্রামের মোঃ দুলাল হোসেনের পুত্র মোঃ সোহাগ হোসেন (১৯), একই গ্রামের আব্দুর রশিদের পুত্র মোঃ সায়েম ওরফে সাজ্জাদ (১৫), বাবুল কুমার যোসেফের পুত্র মোহন কুমার যোসেফ (২২) ও মোঃ দুলাল হোসেনের পুত্র সোহাগ হোসেন (১৯)।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও হাজিপাড়া গ্রামে গত ৭ জুন মঙ্গলবার রাতে আব্দুল বাকির পুত্র মোঃ রফিকুল ইসলাম রিয়াদকে (১৭) জবাই করে হত্যা করার ঘটনা ঘটে। পরে মরিচ ক্ষেত থেকে রিয়াদ নামে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৬/হিমেল-০৭