১ মাসেরও বেশি সময় শূন্য থাকার পর বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি হিসেবে যোগ দিয়েছেন রাজবাড়ি সদর থানার ওসি মো. আওলাদ হোসেন পিপিএম।
শনিবার দুপুরে তিনি কোতয়ালী থানার ওসির দায়িত্ব বুঝে নেন। ২০১৪/১৫ সালে মাগুড়ায় কর্মরত থাকাকালে চরমপন্থী দমনে বিশেষ ভূমিকা রাখায় তাকে পিপিএম পদকে ভূষিত করে সরকার। আওলাদের বাড়ি ভোলার চরফ্যাশনে।
গত ৩ মে কোতয়ালী মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসাইনকে নগর গোয়েন্দা পুলিশে বদলী করা হয়। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই থানার ওসির পদটি শূন্য ছিলো। এই সময়ে ওসি (তদন্ত) আতাউর রহমান ওসির অতিরিক্ত দায়িত্ব পালন করেন। অবশেষে শূন্য পদে যোগদান করেন আওলাদ হোসেন।
বিডি-প্রতিদিন/ ১১ জুন ১৬/ সালাহ উদ্দীন