বাল্যবিয়ে পড়ানোর অপরাধে চুয়াডাঙ্গা সদর উপজেলার কাথুলী গ্রামের কাজী হাফেজ আফিল উদ্দিন এবং কনের দাদা ফজলুর রহমানের জেল-জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামানা। বুধবার সন্ধ্যায় কাথুলী গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার কাথুলী গ্রামের আশাবুল হকের মেয়ে রেহেনা খাতুনের বাল্যবিয়ে দেয়া হয়। এ অভিযোগে বুধবার সন্ধ্যায় গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজী হাফেজ আফিল উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন এবং বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের দাদা কাথুলী গ্রামের মৃত জারমান মন্ডলের ছেলে ফজলুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করেন।
বিডি-প্রতিদিন/১৬ জুন ২০১৬/শরীফ