কক্সবাজারের রামুর পাহাড়ী জনপদ ঈদগড়ে প্রতিপক্ষের গুলিতে মহিউদ্দিন (৫০) নামের এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকার সৌদি প্রবাসী আসাদুজ্জানের স্ত্রী দিলোয়ারা বেগমকে (৪২) আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নের শরিফপাড়া এলাকার বাসায় ঢুকে গুলি করে প্রতিপক্ষরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
নিহত মহিউদ্দিন ঈদগড়ে ইউনিয়নের শরিফপাড়া এলাকার ফয়েজ আহমদ মিয়াজীর ছেলে।
এলাকাবাসী জানায়, ডা. মহিউদ্দিনের সাথে দক্ষিণ শরিফপাড়ার ৬ মাস আগে খুন হওয়া শিক্ষক নুরুচ্ছফাও তার ভাইদের সাথে ৯ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন আগে বিরোধীয় জমিতে ডা. মহিউদ্দিন একটি ঘর নির্মাণের কাজ শুরু করে। বুধবার রাতে ডা. মহিউদ্দিন নির্মাণাধীন বাড়িতে একা অবস্থানের খবর পেয়ে রাত ২টার দিকে প্রতিপক্ষ তার উপর হামলা ও গুলি চালায়।
এলাকাবাসীর বরাত দিয়ে রামু থারার ওসি প্রভাষ চন্দ্রধর জানান, হামলার খবর পেয়ে পুলিশকে গুলিবিদ্ধ চিকিৎসককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব