সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় তৈরি শার্টার গান ও ৫ রাউন্ড গুলিসহ ২ ডাকাতকে আটক করা হয়েছে।
বুধবার গভীর রাতে ডিবি পুলিশ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের উত্তর পাশে বালুকোল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কামারখন্দ উপজেলার মধ্যভদ্রঘাট গ্রামের কারিগরপাড়া গ্রামের বেলাল হোসেনর ছেলে সাইদুল ইসলাম (২৮) ও একই এলাকার মৃত বাছের আলী শেখের ছেলে ইমরান হোসেন (৩৬)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, বুধবার রাতে ডিবি পুলিশ মহাসড়কে টহল দিচ্ছিল। গভীর রাতে ঝাঐল ওভারব্রীজের উত্তরপাশে বালুকোল গ্রামের মাঠের মধ্যে ৭/৮ জন সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে ওই অস্ত্রসহ দু ডাকাতকে আটক করলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটক ডাকাত সাইদুল ইসলামের বিরুদ্ধে ৩টি ও ইমরান হোসেনের বিরুদ্ধে ৪টি ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও এই কর্মকর্তা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন, ২০১৬/ আফরোজ