টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া ঝাউবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বৃহস্পতিবার ভোরে শাহপরীরদ্বীপ বিওপির নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া ঝাউবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। উদ্ধার হওয়া ইয়াবা বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে যা পরবর্তীতে সংশ্লিষ্টদেও উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন, ২০১৬/ আফরোজ