জামালপুরের মেলান্দহে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দেওলাবাড়ি সর্দারপাড়ায় বজ্রপাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- রমজান আলীর ছেলে আব্দুল আলিম (১০) ও ফুল মিয়ার ছেলে রায়হান (৬)।
স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে গোসল করছিল আলিম ও রায়হান। পরে বাড়ির আঙিনায় বজ্রপাত হলেই ঘটনাস্থলেই মারা যায় তারা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ১৬/ সালাহ উদ্দীন