গভীর রাতে মাছ ধরতে গিয়ে ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিউদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন বাখরিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, মহিউদ্দিন গভীর রাতে বাড়ির পাশের এক জমিতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বিদ্যুতের সাইড লাইনে জড়িয়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য নুর নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ