গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতুল মুজাহিদ বাংলাদেশ জেএমবি'র এক সদস্যসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সকাল থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলার গোবিন্দগঞ্জ উপজেলাসহ সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি, ইয়াবা ব্যবসায়ী, ডাকাতি, ছিনতাই মামলার এস আসামিকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারুক হোসেন একথা জানান। আজ শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৭ জুন ২০১৬/শরীফ