বগুড়ার ধুনটে পূর্ব বিরোধের জের ধরে ব্যাটারিচালিত এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ভ্যান চালক ধুনট থানার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের সাইফুল সাকিদারের ছেলে সজল সাকিদার (২২)। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতের পিতা সাইফুল জানান, সজল প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১১টার দিকে অটোভ্যানের ব্যাটারি চার্জে দিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সরুগ্রামের মাঝামাঝি একটি মুদি দোকানের সামনে পৌঁছলে একই গ্রামের জনৈক নাহিদের সাথে সিনেমা দেখা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সজলকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় সজল। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠায়।
এ ব্যাপারে ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছে, পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ