নীলফামারীতে একটি বিদেশী পিস্তলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ছয় রাউন্ড গুলিসহ দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে নীলফামারীর ডোমার উপজেলার রেলঘুমটি সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারোবিসা গ্রামের নুর ইসলাম (৩৫) ও তার স্ত্রী রোকেয়া বেগম (২৫)।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসানের নেতৃত্বে রেলঘুমটি সড়ক থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই দুইজনকে।
বিষয়টি নিশ্চিত করে ক্যাম্প কমান্ডার মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় ক্যাম্পের উপ-সহকারী পরিচালক সারওয়ার হোসেন বাদী হয়ে ডোমার থানায় মামলা করে অস্ত্রসহ আটকদের হস্তান্তর করেন। আটক দু’জন স্বামী-স্ত্রী বলে জানান ক্যাম্প কমান্ডার মাহমুদুল হাসান।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৬/হিমেল-০৯