লালমনিরহাটের ৫টি থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহরাওয়ার্দি জানান, জঙ্গি দমনে আইন-শৃঙখলা বাহিনীর সদস্যরা ৫টি থানা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা নারী শিশু নির্যাতন, ছিনতাই, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ১৬/ সালাহ উদ্দীন