বরিশালের মুলাদী উপজেলা শহরের লঞ্চ ঘাট সংলগ্ন জয়ন্তি নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯ টার দিকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।
মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান জানান, লঞ্চঘাট সংলগ্ন জয়ন্তি নদীতে অর্ধগলিত একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। গেঞ্জি ও শার্ট পরিহিত মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত নাম-পরিচয়ের ওই যুবকের তিন-চার দিন আগে মৃত্যু হওয়ায় তার লাশে পঁচন ধরেছে। এ কারনে তার শরীরে কোন ক্ষত কিংবা আঘাত আছে কিনা বোঝা যাচ্ছেনা। ময়না তদন্তে তার মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৬/হিমেল-১১