যশোরের চৌগাছায় একটি ক্লিনিকে কনজয়েন্ট টুইন শিশুর জন্ম হয়েছে। শুক্রবার সকালে চৌগাছার একটি ক্লিনিকে এ শিশু দু'টির জন্ম হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে শিশু দু'টিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলার উজিরপুর গ্রামের কৃষক মন্টু মিয়ার স্ত্রী রাহেলা প্রায় সাড়ে ৯ মাস আগে গর্ভধারণ করেন। এরপর একাধিকবার আল্ট্রাসনোগ্রাম করা হলে তাতে জমজ সন্তান ধারনের বিষয়টি স্পষ্ট হয়। একপর্যায়ে গতরাতে রাহেলার প্রসব ব্যথা উঠলে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসক না থাকায় স্থানান্তরিত করা হয় স্থানীয় মায়ের দোয়া নামের একটি ক্লিনিকে।
পরে শুক্রবার সকালে সিজারিয়ান অপারেশন করে জোড়া লাগানো জমজ শিশু দু’টিকে বের করেন চিকিৎসকরা। শিশু দু’টির শারীরিক অবস্থা খারাপ থাকায় তৎক্ষণাত তাদের যশোর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. কাজল মল্লিক বলেন, বর্তমানে শিশু দু’টি সুস্থ থাকলেও দ্রুত তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন। যা ঢাকা ছাড়া কোথাও সম্ভব নয়।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ১৬/ সালাহ উদ্দীন