যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল চেকপোস্টে ঢাকা-কলকাতা রুটের সৌহার্দ্য পরিবহনে তল্লাশি চালিয়ে পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে সাড়ে ১১ কেজি রুপা ও ৪৯টি মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে।
তবে জব্দকৃত রুপা ও মোবাইল সেটের পরিমান আরো বেশি ছিল বলে বিভিন্ন মাধ্যমে শোনা গেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের কাস্টমস সদস্যরা এ রুপা ও মোবাইল জব্দ করে।
কাস্টমস কর্তৃপক্ষ্য জানায়, তাদের কছে গোপন খবর আসে এক পাসপোর্টধারী যাত্রী ঢাকা-কলকাতা সৌহার্দ্য পরিবহনে চড়ে বিপুল পরিমান রুপা নিয়ে আসছে। পরে পরিবহনটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে তল্লাশী চালানো হয়। এসময় সোলায়মান নামে এক পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ১১ কেজি রুপা পাওয়া যায়।
এছাড়া ওই পরিবহনের যাত্রী দেলোয়ার ও মৃনালের কাছ থেকে ৪৯টি উন্নত মানের মোবাইল হান্ডসেট পাওয়া যায়।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার উত্তম সমদ্দার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যাত্রীদের ছেড়ে দিয়ে তাদের কাছ থেকে পাওয়া সাড়ে ১১ কেজি রুপা ও ৪৯টি মোবাইল সেট বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ১৬/ সালাহ উদ্দীন