ঝালকাঠির কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে সাপের কামড়ে সুমি আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সুমি ওই এলাকার কৃষক বাবুল হাওলাদারের মেয়ে।
স্থানীয়রা জানান, গত ৯ জুন নিজ বাড়িতে খেলা করার সময় হঠাৎ করে ঐ শিশু চিৎকার শুরু করে। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক বাম পায়ে সাপে কাটার বিষয়টি নিশ্চিত করেন। এরপর চিকিৎসকের সরনাপন্ন না হয়ে গত ৬ দিন ধরে তার পিতা-মাতা ওঝা-বেদেদের মাধ্যমে স্থানীয় পদ্ধতিতে ঝার-ফুক দিয়ে চিকিৎসা করান। এতে শিশুটির অবস্থার অবনতি হয়ে আজ সকালে নিজ বাড়িতে মৃত্যু হয়।
শিশুটির পিতা বাবুল হাওলাদার বলেন, ‘সাপের কাটার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমি স্থানীয় ওঝার মাধ্যমে সাপের বিষ নামানোর চেষ্টা করেছি। কিন্তু বিষ আগেই মাথায় উঠে গিয়েছিল। তাই বিষের যন্ত্রনায় ছটফট করতে করতে আমার মেয়ের মৃত্যু হয়েছে।’ তিনি আরও বলেন, আমরা জানি সাপের কামড়ের চিকিৎসা নেই তাই ডাক্তারের কাছে নেইনি।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৬/হিমেল-১৯