ঝালকাঠির রাজাপুরে ২৫ পিস ইয়াবাসহ জেলা ছাত্রলীগের এক নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, কামরুল ইসলাম হাওলাদার, নিজাম খান ও এনায়েত হোসেন ফরাজী। এদের সকলের বাড়ি উপজেলার শুক্তাগড় ইউনিয়নে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্তগড়ের ঘিগড়া এলাকার আলমগীর হাওলাদারের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম বলেন, কোন ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার হলে তার ব্যক্তি অপকর্মের দায়ভার সংগঠন নেবে না। পরবর্তীতে ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজাপুর থানা পরিদর্শক (ওসি) শেখ মুনির উল গীয়াস বলেন, গ্রেফতারকৃত চারজনকে শুক্রবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৬/হিমেল-২০