গোয়ালঘর সংলগ্ন অস্বাস্থ্যকর পরিবেশে নওগাঁ শহরের দুর্গাপুর মধ্যপাড়া এলাকায় অবস্থিত নান্নু মুন্নে নামের একটি সেমাই তৈরির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডাঃ একেএম মোজাহার হোসেন।
আজ বেলা ১১টায় তিনি কারখানা পরিদর্শনে গিয়ে এমন অবস্থা দেখে তাৎক্ষনিক কারখানাটি বন্ধের নির্দেশ দেন।
সিভিল সার্জন মোজাহার হোসেন জানান, পরিদর্শনে গিয়ে দেখতে পাই কারখানাটি গোয়ালঘর সংলগ্ন হওয়ায় গোয়ালঘরে রক্ষিত গরু ছাগলের মল-মূত্র সেমাই তৈরির কারখানার ভেতরে এসে তা আটা, ময়দা ও অন্যান্য দ্রব্যের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। এছাড়াও কারখানায় একজন শ্রমিক কারখানাটির টিনের ছাউনীতে টাঙ্গানো দড়ি ধরে সেমাই তৈরির ময়দার দলা পা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শোধন করছিলো।
এছাড়াও মাত্র ২/৩ হাত জায়গার উপর ময়দার দলাগুলো পাকিয়ে তার সাথে মেশানো হচ্ছে ডালডা ও পামঅয়েল। প্রস্ততকৃত সেমাই চোখে দেখে ও ঘ্রান নিয়ে বুঝা যায় এগুলো একেবারেই খাবার অনুপযোগী। এই পরিস্থিতি ও পরিবেশ দেখে তিনি কারখানাটি বন্ধের নির্দেশ দেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারাখানাটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৬/হিমেল-২১