নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের তিনদিন পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বাকের হোসেন (২৫) সোন্দালপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের বড় বাড়ির জয়নাল আবদিনের ছেলে।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কালামুন্সী বাজার সংলগ্ন খাল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কবিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গত তিনদিন থেকে বাকেরের খোঁজ পাচ্ছিল না তার পরিবার। শুক্রবার রাতে স্থানীয় লোকজন খালের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ১৬/ সালাহ উদ্দীন