মাগুরা সদর উপজেলার মগিরঢাল নামক স্থানে পুলিশের সঙ্গে কথিত 'বন্ধুকযুদ্ধে' কামাল (৪০) নামে এক ডাকাত সরদার নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার মাগুরা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত কামাল সদর উপজেলার শ্যাওলাডাঙ্গা গ্রামের আফসার সরদারের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, মাগুরা-যশোর মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছে একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাত সরদার কামাল নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি, একটি দেশি বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
ডাকাত সরদার কামাল একাধিক মামলার আসামি ছিলেন বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব