টাঙ্গাইলে ভেজাল খাদ্য নিরসনে অভিযান চালিয়ে ৬টি খাবারের দোকান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকাল থেকে জেলা প্রশাসন মো. মাহবুব হোসেনের নেতৃত্বে টাঙ্গাইলে পাঁচআনি বাজারের খাবার হোটেলগুলোতে ভ্রাম্যমান আদালতের ১টি টিম অভিযান চালায়।
এতে পাঁচআনি বাজারে অভিযান চালিয়ে সকল খাবার হোটেল পর্যবেক্ষণ করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৬টি দোকানদারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এই অভিযান ঈদ পর্যন্ত চলবে বলে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রশাসন, সাংবাদিকসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৬/হিমেল-০১