কুমিল্লার চৌদ্দগ্রামে ৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে তাদের মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামের মৃত রমিজ আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩২) ও শুভপুর ইউনিয়নের খামার পদুয়া গ্রামের আবদুর রশিদের ছেলে বেলাল হোসেন (২৫)।
চৌদ্দগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুসাড়া রাস্তার মাথা এলাকা থেকে শনিবার গভীর রাতে তাদেরকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
বিডি-প্রতিদিন/১৯ জুন ২০১৬/শরীফ