সংখ্যালঘু সহ গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে নোয়াখালীতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মুক্তিযোদ্ধা সংসদ।
আজ সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বিমলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খালেদ মোশারফ রাজু, ছাত্রনেতা রহমত উল্লা ভূঞা প্রমুখ।
একই সময় নোয়াখালী টাউন হলের মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মিয়া মো: শাহজাহান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার মোজাম্মেল হক মিলন, সাবেক কমান্ডার মিজানুর রহমান, ফজলুল হক বাদল প্রমুখ।
বক্তারা দেশব্যাপী সংখ্যালঘু সহ গুপ্তহত্যা ও জঙ্গিবাদের সাথে জড়িতদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশে সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/ ১৯ জুন ২০১৬/হিমেল-২৪