জঙ্গিবাদ, সন্ত্রাস, টার্গেট কিলিং এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জেলা ১৪ দলীয় জোট।
রবিবার বিকেল ৩টায় নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ১৪ দল নেতা ও জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এহতেশামুল আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, আওয়ামীলীগ নেতা হোসাইন জাহাঙ্গীর বাবু, ইউসুফ খান পাঠান, জাসদ নেতা শিব্বির আহমেদ লিটন, রতন সরকার, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি তপন সাহা চৌধুরীসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের কাছে রোল মডেল হয়ে উঠছে ঠিক তখনই খালেদা জিয়া জঙ্গিবাদীদের সাথে নিয়ে টার্গেট কিলিং এর মাধ্যমে গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। ১৪ দলীয় জোট জনগনকে সাথে নিয়ে এ ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করবে।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৬/ আফরোজ