নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় আল-আমিন নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। রবিবার সকালে উপজেলার মাঝিনা সুতিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আরিফ, শরীফসহ অজ্ঞাত ৫/৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় তার চাচাতো ভাই আল-আমিন বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
হামলাকারী নগদ ৮০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকারসহ ৬৫ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে দাবি করেন সাইফুল ইসলাম।
এ ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ