দিনাজপুরের বিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রড-সিমেন্ট ব্যবসায়ী মোসার্স আনোয়ার ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী ও মৌসুমী ক্রীড়া চক্রের ফুটবলার আনোয়ার হোসেনের (৩২) মৃত্যু হয়েছে।
আনোয়ার হোসেন বিরল পৌর শহরের নয়ামেলা এলাকার মোতাহার আলী কবিরাজের ছেলে। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
রবিবার সন্ধ্যা ৭টায় বিরল পৌর শহরের নয়ামেলা এলাকার নিজবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেশী মো. তাজুল ইসলাম জানান, বাসায় রংয়ের কাজ চলছিল। রং করার জন্য ব্যবহৃত লোহার মই বিদ্যুতের ছেড়া তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়। তিনি ইফতারির ৪/৫ মিনিট পূর্বে সেই মইটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে প্রথমে বিরল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিরল থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তরুণ ব্যবসায়ীর মৃত্যুর বিষটি দুঃখজনক ও বেদনাদায়ক।
বিডি-প্রতিদিন/এস আহমেদ